গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০২২

পত্রিকা বিক্রেতা এসএসসি পরীক্ষার্থীর পাশে ইউএনও

পত্রিকা বিক্রি করে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মনিরুল ইসলাম ইমনের পাশে দাঁড়িয়েছেন গুরুদাসপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন। তিনি ওই পরীক্ষার্থীর বাড়িতে দুই মাসের খাবার ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন এবং সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। এর আগে সকালে পত্রিকা বিক্রি করে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ইমন- ভিন্ন ভিন্ন শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমের বিষয়টি নজরে এলে ইউএনও ইমনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

জানা গেছে, ইমন গুরুদাসপুর পৌরসদরের খামারনাচকৈড় মহল্লার ভ্যানচালক আশরাফুল ইসলামের ছেলে। শিকারপুর কৃষি কারিগরি বহুমুখী উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থী। তার মা মারা যাওয়ায় বাবার সংসারের দৈন্যতায় পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তবে তার অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে দারিদ্রতা। লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য দেড় বছর আগে পত্রিকা বিক্রির কাজ শুরু করে ইমন। আরো জানা গেছে, শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালেও ইমন পত্রিকা বিক্রি শেষে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে দুপুর ১টার দিকে ওই পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে ভবিষ্যতে লেখাপড়া চালিয়ে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন ইউএনও তমাল হোসেন। পরে তার বাড়িতে উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সহযোগিতা পৌঁছে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ইমন জানায়, ‘ভোরে উঠে বাড়ি থেকে ৭ কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে পত্রিকা সংগ্রহ করে তা বিক্রি করি। যা আয় হয় তা দিয়ে পড়ালেখা ও সংসার চালাতে খুব কষ্ট হয়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, শনিবার সকালে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে ইমনের বিষয়ে জানতে পারি। পরে ইমনের পরিবার ও ইমনের সঙ্গে কথা বলা হয়েছে। এছাড়াও তার বাড়িতে সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে। সে যাতে এসএসসি পরীক্ষা নির্বিঘেœ দিতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close