নিজস্ব প্রতিবেদক

  ০১ মে, ২০২৪

দেশবিরোধীরা উপজেলা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায়

- এম এ জলিল

বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী এবং তাজউদ্দীন আহমদের আদর্শের সোনার বাংলাদেশ গড়তে আসন্ন উপজেলা নির্বাচনে দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক এবং তৃণমূলের মানবতাবাদী নেতাদের নির্বাচিত করতে হবে। এ নির্বাচনে বাধাদানকারীদের জনতার আদালতে বিচার করা হবে। এ নির্বাচন যারা প্রশ্নবিদ্ধ করতে সক্রিয় আছে, তারা দেশবিরোধী। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ জলিল বলেন, এই উপজেলা নির্বাচন আমরা অবাধ দেখতে চাই। হানাহানি ও রক্তপাত চাই না। এমপি-মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এ সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাই।

সভায় আরো বক্তব্য দেন ন্যাপের স্বপন কুমার সাহা, জাতীয় স্বাধীনতা পার্টির মিজানুর রহমান মিজু, বরিশাল বিভাগ সমিতির আ স ম মোস্তফা কামাল, জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close