জাবি প্রতিনিধি

  ২২ মে, ২০২৪

জাবিতে সমাবেশ

ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতিসহ ৪ দাবি

গাজায় ‘গণহত্যা’ বন্ধ ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে প্রতিবাদী সমাবেশ এবং শোভাযাত্রা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে চারটি দাবি জানানো হয়।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার সংলগ্ন মহুয়া মঞ্চে এ প্রতিবাদী সমাবেশ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করে। সমাবেশ শেষে শহিদ মিনারের সামনে ইসরায়েলি পতাকা পোড়ান শিক্ষার্থীরা। পরে একটি শোভাযাত্রা শহিদ মিনার সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য দেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দীন, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রববানী এবং এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক খো. লুৎফুল এলাহী, দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close