reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২৪

বিএসএমআরএএইউ ও নভোএয়ারের চুক্তি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরএএইউ) গতকাল বৃহস্পতিবার নভোএয়ারের সহিত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া নভোএয়ার লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মো. মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় এবং বিমান শিল্পের মধ্যে অধিকতর সহযোগিতা প্রতিষ্ঠা হবে।

এটি বিশেষভাবে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এএমই) বিভাগের শিক্ষার্থীদের অদূর ভবিষ্যতে তাদের ব্যবহারিক প্রশিক্ষণ/ওজেটি/ইন্টার্নশিপ অর্জনে সহায়ক হবে। এ চুক্তির জন্য উপাচার্য নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালককে বিশেষভাবে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ডিনসহ, বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close