মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০২৪

মঠবাড়িয়াতেই দুই সংসদ সদস্যের বাড়ি

পিরোজপুর-২ এবং ৩- এ দুই আসনের নির্বাচিত সংসদ সদস্যের বাড়ি মঠবাড়িয়া উপজেলায়। পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, স্বরূপকাঠি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের বাড়ি মঠবাড়িয়া উপজেলার ১ নং তুষখালী ইউনিয়ন নিউমার্কেট বাজার এলাকায়।

এদিকে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের বাড়ি মঠবাড়িয়া উপজেলার ৮ নং আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামে।

কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পিরোজপুর-২ এবং ৩ আসনে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। পিরোজপুর-৩ আসনে নির্বাচনে দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এখানে ৪ বারের সাংসদ স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ডা. রুস্তুম আলী ফরাজিকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি প্রতীক) শামীম শাহনেওয়াজ। বিজয়ী কলার ছড়ি প্রতীকে শামীম শাহনেওয়াজ পেয়েছেন ৬২ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে ডা. রুস্তুম আলী ফরাজি পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট।

অন্যদিকে পিরোজপুর-২ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে ৭ বারের সংসদ সদস্য, ৩ বারের মন্ত্রী জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে (নৌকা প্রতীক) বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ (ঈগল প্রতীক)। মো. মহিউদ্দিন মহারাজ (ঈগল প্রতীক) পেয়েছেন ৯৯ হাজার ২শ ৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন মঞ্জু (নৌকা প্রতীক) পেয়েছেন ৭০ হাজার ৬শ ৮১ ভোট। এ আসনে ভোটার ১ লাখ ৭১ হাজার ১শ ৯৪টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close