নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০২৪

নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সেন্ট ইউফ্রেজিস্ গালর্স হাই স্কুল অ্যান্ড কলেজ

ঢাকার নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে সেন্ট ইউফ্রেজিস্ গালর্স স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হাসনাবাদ পবিত্র রানী জপমালা গির্জার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফাদার স্ট্যানিসলাউস গমেজের সভাপতিত্বে প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

শিক্ষার্থীদের ক্রীড়া ও ডিসপ্লেতে উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা, বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা, গোল্লা সেন্ট থেকলাস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রূপালী কস্তা, সেন্ট ইউফ্রেজিসের গালর্স হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন ও সরোজ গমেজ।

আরো ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুকুমার হালদার, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close