খুলনা ব্যুরো

  ০৬ জানুয়ারি, ২০২৪

খুলনায় নিরাপত্তা জোরদার

- কেএমপি কমিশনার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় খুলনা সদর থানা চত্বরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। একই সঙ্গে ভোটগ্রহণের দিন এবং পূর্ব ও পরবর্তী দিনে নগরীর নিরাপত্তার বিষয়েও বিস্তারিত কথা বলেন তিনি। এ সময় কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, গত ৮ আগস্ট থেকেই সন্ত্রাসী, নাশকতাকারী, অস্ত্রধারী, মাদক কারবারি বা সমাজে প্রভাবশালী যারা নাশকতা সৃষ্টি করতে পারে- তাদের বিরুদ্ধে অভিযান শুরু করি। তারই ধারাবাহিকতায় খুলনা মেট্রোপলিটন পুলিশ এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও নাশকতাকারী, মাদক কারবারি, ভূমিদস্যু, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। গত ১ আগস্ট থেকে এরই মধ্যে ১৮টি আগ্নেয়াস্ত্র, ১৩২ রাউন্ড গুলি, ২৫টি চোরাই মোটরসাইকেল, ককটেল, গান পাউডার, চোরাই স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করায় কোথাও কোনো সন্ত্রাস ও নাশকতামূলক ঘটনা ঘটেনি। ফলশ্রুতিতে অন্যান্য আট-দশটা দিনের মতো যেসব দিনে হরতাল-অবরোধ ছিল, সে সময় স্বাভাবিক ভাবে যানবাহন, স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত সব খোলা ছিল। কতিপয় বিরোধীদল কর্তৃক নির্বাচন উপলক্ষে ৬ জানুয়ারি ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্যান্য দিনের মতোই নির্বাচনের দিন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close