টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ২৫ মে, ২০২৪

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নবনির্বাচিত কমিটির সদস্যরা। গতকাল শুক্রবার দুপুর ১২টায় সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন নির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। এর আগে তারা এক মিনিট নীরবতা পালন করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সহসভাপতি রেজাউল করিম, জয়নাল আবেদীন, আবদুল বাসেত, সাধারণ সম্পাদক এলেন ববি; যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আনোয়ার, নাজমুল ইসলাম মাসুদ, জারাফাত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close