বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৬ জুন, ২০২৪
বেনাপোলে পাঁচ দিন আমদানি রপ্তানি বন্ধ
ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরে গত শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আজহারুল ইসলাম। আগামী বুধবার সকাল থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল আযহা উপলক্ষে ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত টানা পাঁচদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতের পেট্রাপোল (হরিদাসপুর) স্থলবন্দর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে অবহিত করা হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন