নিজস্ব প্রতিবেদক

  ০৬ জানুয়ারি, ২০২৪

ঢাকা-১৮

শেরীফা কাদের হঠাৎ নীরব খসরুর পক্ষে আওয়ামী লীগ

ঢাকা-১৮ আসনে জোটগত প্রার্থী শেরীফা কাদের লাঙ্গল নিয়ে মাঠে তেমন সুবিধাজনক অবস্থানে নেই। তাকে নিয়ে গুঞ্জনের ডালপালা মেলছে। জোটের কারনে তিনি এমপি নির্বাচিত হবেন, এমন প্রচারণা চালানো হচ্ছে সর্বত্র। ভোটের মাঠে তার প্রচারের প্রভাব নেই। অন্যদিকে আসনটিতে আওয়ামী লীগের স্বতন্ত্র দুই প্রার্থীর মাঝে জমজমাট নির্বাচনী প্রচারণা চলেছে। নিজেদের পক্ষে বড় মিছিল শোভাযাত্রায় সরগরম ছিল প্রচারণার শেষ দিনেও।

এদিকে আওয়ামী লীগ দলীয় দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে নির্বাচনী উত্তাপ কিছুটা ছড়ালেও শেষ পর্যন্ত কেটলি প্রতীকের প্রার্থী শিল্পপতি খসরু চৌধুরীর পক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা একাট্টা। নৌকা প্রতীক তুলে নেওয়ার পর কেটলি প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা। স্থানীয় ইজম তুলে আওয়ামী লীগের অপর প্রার্থী এস এম তোফাজ্জল চেয়ারম্যান সাড়া ফেলতে সচেষ্ট থাকলেও স্থানীয় ভোটারদের এক জায়গায় করতে পারেননি। যদিও স্থানীয় ইজম বা লাল মাটি ইস্যু নিয়ে ব্যাপক প্রচারণার ফলে বহিরাগত ভোটাররা একজোট হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেছে।

দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৮ আসনে নৌকার প্রার্থী না থাকায় কেটলি মার্কার প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে কোমর বেঁধে মাঠে নেমে ভোট প্রার্থনা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৮ ডিসেম্বর প্রচারণার শুরু থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত খসরু চৌধুরীকে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কেটলি মার্কায় ভোট প্রার্থনা করেন স্থানীয় প্রভাবশালী নেতারা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র থেকে শুরু করে কাউন্সিলররা ও স্থানীয় আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী খসরু চৌধুরীর পক্ষে প্রচার করেছেন।

স্মার্ট ঢাকা-১৮ আসন গঠন, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার প্রত্যয়ে সবার কাছে শান্তির বার্তা পৌঁছে দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন খসরু চৌধুরী। আওয়ামী লীগের নেতাকর্মীদের মতে, নিজ দলীয় নেতাকে জেতানোর সুযোগ তারা হাতছাড়া করতে চান না। তাই ক্লিন ইমেজ নিয়ে অন্যান্য প্রার্থীর চেয়ে সুবিধাজনক অবস্থানে থাকা কেটলি মার্কার প্রার্থী খসরু চৌধুরীর পক্ষে রয়েছেন তারা।

নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু থেকে আওয়ামী লীগের যেসব নেতা খসরু চৌধুরীর পাশে থেকে সমর্থন জানিয়েছেন তারা হলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মফিজ উদ্দিন বেপারী, মাহবুবুর রহমান হিরন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, আইন সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এস এম মাহবুবুল আলম, এস এম রাজু আহমেদ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম বেপারী, ফয়েজ আহমেদ, মো. মহিবুল হাসান, কাজী সালাউদ্দিন পিন্টু, উত্তর খান থানা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন, দক্ষিণ খান থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুজ্জামান মিঠু, তুরাগ থানা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী দেওয়ান, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন খোকা, সাধারণ সম্পাদক সালাউদ্দিন লাভলু প্রমুখ।

এছাড়া ১নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান, ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম ভূঁইয়া, ৪৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব মিয়া, ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান নাইম, ৫১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শরিফুর রহমান, ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন, ৫৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ। ঢাকা সিটি করপোরেশন উত্তরের নারী কাউন্সিলর জাকিয়া সুলতানা, কমলা রানী মুক্তা, সাবেক কাউন্সিলর বুলবুল দেওয়ানও সমর্থন জানিয়ে পাশে রয়েছেন খসরু চৌধুরীর। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের সর্বস্তরের নেতাকর্মী রয়েছেন কেটলি মার্কার প্রার্থী খসরু চৌধুরীর সঙ্গে।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, ‘আসনটি জাতীয় পার্টির লাঙ্গলকে ছাড় দিয়ে নৌকার প্রার্থী বসিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে আমাদের কোনো নির্দেশনা নেই। তাই আমরা আমাদের দলীয় নেতা খসরু চৌধুরীকে সমর্থন দিয়েছি। আমি ছাড়াও দলের সর্বস্তরের নেতাকর্মী কেটলির নির্বাচন করছে। আমরা বিজয়ী হব এ বিষয়ে শতভাগ আশাবাদী।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close