ক্রীড়া প্রতিবেদক

  ০৯ এপ্রিল, ২০২৪

‘সেরা ক্রিকেটাররাই যাবে বিশ্বকাপে’

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে অতীতের পথে হাঁটবে না ক্রিকেট বোর্ড। দল নিয়ে গত আসরের মতো আর কোনো পরীক্ষা-নিরীক্ষার পক্ষে নন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সমালোচনা কানে এসেছে সিলেক্টরদেরও। তাই জিম্বাবুয়ে সিরিজের আগে হবে ফিটনেস নিয়ে বিশেষ ক্যাম্প। লঙ্কানদের বিপক্ষে টেস্ট ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পাকিস্তান সিরিজে নতুন পরিকল্পনায় দল গোছাতে চায় নির্বাচক প্যানেল।

শ্রীলঙ্কা সিরিজ এখন অতীত। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে টাইগাদের বিশ্বকাপ মিশন। তবে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে। সর্বশেষ ভারত বিশ্বকাপে নান্নু-বাশার-রাজ্জাকের নির্বাচক প্যানেলের অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার ফল ৯ ম্যাচের ৭টিতেই হার। তবে এবার আর সেই পথে যেতে চায় না লিপু-হান্নানের নির্বাচক প্যানেল। হাতে থাকা সেরা ক্রিকেটাররাই বিশ্বকাপে যাবেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। এ বিষয়ে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘বড় কোনো ইনজুরির ঘটনা না ঘটলে কাছাকাছি একটা দল নিয়েই আমরা প্রস্তুতি শুরু করব। টেকনিক্যাল বা কৌশলগত কারণে পাঁচ ম্যাচের সিরিজে কেউ কেউ বিশ্রাম পেতে পারেন। তবে আমরা অবশ্যই চেষ্টা করব, মূল দলটাকে এ ম্যাচে খেলার সুযোগ করে দেওয়ার জন্য। যত কাছাকাছি থাকা যায়। একটা-দুটা হেরফের হতেই পারে।’

তবে সেখানে বড় বাধা ক্রিকেটারদের ফিটনেস। সর্বশেষ সিরিজ চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছে যা। তাই তো জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস নিয়ে করা হবে বিশেষ ক্যাম্প। লিপু বলেন, ‘আমার বিশ্বাস তাদের উপলব্ধি আসবে। বিশেষ করে স্কিলে কতটুকু উন্নতি দরকার সেটা সবার উপলব্ধিতে এসেছে। ঘরের মাটিতে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলব। তার আগে হয়তো খেলোয়াড়দের একটা ফিটনেস পরীক্ষার ব্যবস্থা করবেন কোচ। দিকনির্দেশনা আছে। তৃতীয় সপ্তাহের কোনো একসময় হয়তো হবে।’ ভবিষ্যতের ভাবনায় টেস্ট নিয়েও ইতিবাচক নির্বাচক প্যানেল। বাধ্যতামূলক হতে পারে জাতীয় দলের ক্রিকেটারদের কয়েক রাউন্ড বিসিএল-এনসিএলে খেলা। ঘরোয়া ক্রিকেট নিয়ে ভাবনা জানতে চাওয়া হবে সিনিয়রদের কাছ থেকে। তবে সেখানে ক্রিকেটারদের আত্মোপলব্ধিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন লিপু।

তিনি বলেন, ‘আমাদের জাতীয় দলের পুলে যারা আছেন, তারা খেললে টুর্নামেন্টগুলোর মান বাড়বে। প্রথম শ্রেণির ক্রিকেট নিয়ে খেলোয়াড়রা কিছু মন্তব্য করেছেন, প্রস্তুতির ব্যাপারটাও এখানে চলে আসে। ক্যালেন্ডার দেখলে বুঝতে পারবেন, এক একটা ফরম্যাটের আগে পর্যাপ্ত সময় থাকে না, আগের মতো প্রস্তুতি নেওয়ার জন্য। বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজের আগে একটা রিকভারি সময় থাকবে খেলোয়াড়দের জন্য। কোচরা যেসব ভুল খুঁজে পেয়েছেন, সেসব নিয়ে তারা কাজ করতে পারবেন।’ অনেক আগে থেকেই বেছে বেছে সিরিজ খেলেন সাকিব আল হাসান। তবে নতুন নির্বাচক প্যানেল হুঁশিয়ারি দিয়েছেন সাবেক অধিনায়ককে। তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সাকিবকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজসহ পাকিস্তানের বিপক্ষে টেস্টও খেলতে হবে বলে জানান প্রধান নির্বাচক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close