ক্রীড়া প্রতিবেদক

  ৩০ এপ্রিল, ২০২৪

২০২৬ বিশ্বকাপের পরিকল্পনায় যা জানালেন কাবরেরা

প্রচণ্ড তাপপ্রবাহে স্বস্তিতে থাকার ফুরসত নেই। বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাও জানালেন, বাংলাদেশে আসার পর এই প্রথম এতটা গরম অনুভব করছেন। তাই বলে হাত-পা গুটিয়ে বসে থাকার উপায় নেই। ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়া কাপের বাছাইয়ের ম্যাচ নিয়ে ভাবতে হচ্ছে তাকে, সাজাতে হচ্ছে পরিকল্পনা। কাবরেরার হাতে অবশ্য সময় আছে বেশ। আগামী ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠ কিংস অ্যারেনায় এবং ১১ জুন লেবাননের বিপক্ষে কাতারে ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুই ম্যাচের জন্য ‘স্বল্প সময়ের ক্যাম্প’ শুরুর কথা ভাবছেন কোচ। প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ নিয়ে খেলোয়াড়রা ব্যস্ত থাকায় বেশি সময় পাবেন না কাবরেরা। জুনের একেবারে শুরুতেই কাজে নেমে পড়ার পরিকল্পনা তার।

‘অল্প কয়েকদিনের জন্য ক্যাম্প করতে পারি। কেননা ২৯ মে লিগ শেষ হবে। গত মার্চে আমরা অনেক দিনের ক্যাম্প করেছি। অস্ট্রেলিয়া ম্যাচের আগে ৪-৫টি সেশন করার সুযোগ পাব। এরপর আমাদের কাতার যেতে হবে। স্বাভাবিক ক্যাম্প হবে, বিশেষ কিছু নয়। পরিকল্পনা আছে ১ জুন খেলোয়াড়রা রিপোর্ট করবে এবং পরদিন থেকে মাঠের প্রস্তুতি শুরু হবে। বিপিএল শেষে এক-দুদিন ছুটির পর ঢাকায় অনুশীলন করব। প্রস্তুতি ম্যাচের সুযোগ নেই। মার্চে ভালো ক্যাম্প হয়েছে। ছেলেরা বিপিএল খেলেছে, দলের সবাই ফিট আছে।’ ২৬ জন নিয়ে দল সাজাতে চান কাবরেরা। বাফুফে ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় জানান, ‘লিগের বাকি পাঁচ রাউন্ডের খেলা এবং ফেডারেশন কাপের ম্যাচগুলো দেখে খেলোয়াড় চূড়ান্ত করবেন। বাছাইয়ে সর্বশেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি কাজী তারিক রায়হান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close