ক্রীড়া ডেস্ক

  ২৫ এপ্রিল, ২০১৯

এরিকসেনকে চায় টটেনহাম

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পা রেখেছে টটেনহাম। মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেও দুর্দান্ত সময় কাটাচ্ছে স্পর্সরা। শিরোপাদৌড়ে পিছিয়ে পড়লেও ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানটা ধরে রেখেছে মাউরিসিও পচেত্তিনোর দল।

পরশু এরিকসেনের শেষ মুহূর্তের গোলে ব্রাইটনকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা। কিন্তু তিন পয়েন্ট আদায়ের আনন্দের চেয়ে পচেত্তিনোর চিন্তা এখন এই ড্যানিশ মিডফিল্ডারকে নিয়ে।

রিয়াল মাদ্রিদ যে হাত বাড়িয়েছে এরিকসেনের দিকে। এর আগে বেল-মডরিচের মতো তারকাদের দলে ভিড়িয়েছিল তারা। অবশ্য এরিকসেন চান টটেনহামেই থাকতে। স্পার্সদের সঙ্গে নতুন চুক্তি করার ব্যাপারে রাজি হয়েছেন তিনি। তবে তা এখনই নয়। চলতি মৌসুমের শেষে এরিকসেনের সঙ্গে নতুন চুক্তি হবে জানান কোচ পচেত্তিনো, ‘আমার আশা এবং ইচ্ছা ক্রিস্টিয়ান (এরিকসেন) ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবে।’ টটেনহামের সঙ্গে এই মৌসুম পরে শেষ হয়ে যাচ্ছে এরিকসেনের চুক্তি। ক্লাবটির হয়ে ছয় মৌসুম কাটালেও এখনো কোনো শিরোপা উঁচিয়ে ধরা হয়নি ড্যানিশ তারকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close