ক্রীড়া ডেস্ক

  ১৩ ডিসেম্বর, ২০১৮

অস্ট্রেলিয়াকে পন্টিংয়ের পরামর্শ

অস্ট্রেলিয়া সফরে কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। সিরিজ জয় তো দূরের কথা, এই সফরের আগে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে এত দিন জয়-ই ছিল না ভারতীয়দের। কদিন আগে সেই দুঃখ ঘুচিয়েছেন বিরাট কোহলিরা। অ্যাডিলেডে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতেই ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ভারত।

নাটকীয় ওই টেস্টে উইকেট থেকেই ভালোই সহায়তা পেয়েছে ভারত। কিন্তু অ্যাডিলেডের

সুবিধা কোহলিরা পার্থে পাবেন না বলে জানিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। শুক্রবার থেকে শুরু হওয়া

দ্বিতীয় টেস্টের আগে উত্তরসূরিদের কিছু পরামর্শ দিয়ে রাখলেন এই কিংবদন্তি।

পন্টিং মনে করছেন, পার্থে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াই উইকেট থেকে সুবিধা নিতে পারবে। পরশু প্রচার মাধ্যমকে পন্টিং বলেছেন, ‘পা?র্থের পিচে ভারতীয় ক্রিকেটারদের থেকে অবশ্যই বেশি সাহায্য পাবে অস্ট্রেলিয়া। কিন্তু শুধু উইকেটের সাহায্য পেলেই চলবে না। সেটা কাজেও লাগাতে হবে।’

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক জানিয়েছেন, গত ম্যাচে যা ভুল করেছে, তা এখনই সংশোধন করতে হবে। না হলে

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন, ‘ওরা (অস্ট্রেলিয়া) খুব বাজে খেলেছে। লক্ষ্যের ৩০ রানের কাছে পৌঁছে

হারতে হয়েছে আমাদের। এটা মনে রাখতে হবে

ভারতও কিন্তু তাদের সেরা ক্রিকেটটা খেলেনি। ওদের আরো ভালো খেলার সামর্থ্য রয়েছে।’

অ্যাডিলেড টেস্ট থেকে উত্তরসূরিদের শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন পন্টিং। বলেছেন, ‘এই ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার অনেক কিছু শেখার আছে। কিন্তু তার আগে নিজেদের ভুলগুলো খুঁজে বের করাটা খুব জরুরি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close