ক্রীড়া ডেস্ক

  ৩১ অক্টোবর, ২০১৮

আত্মবিশ্বাসী ইমরুল

কিপিংয়ে ফিরছেন মুশফিক

উইকেটের পেছনে মুশফিকুর রহমানের দাঁড়ানো না দাঁড়ানো নিয়ে নাটক কম হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে প্রসঙ্গটা আবারও সামনে চলে এসেছে। আবারও গ্লাভস ফিরে পাচ্ছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক। কাল থেকে শুরু হওয়া সিলেট টেস্টে মুশফিককে আবারও দেখা যাবে দুই ভূমিকায়।

সিলেট আন্তর্জাতিক সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের কালকের অনুশীলনে ফিল্ডিং সেশনে গ্লাভস হাতে দেখা গেল মুশফিককে। প্রধান কোচ স্টিভ রোডসের অধীনে চলল টাইগারদের অনুশীলন। মুশির পাশ দিয়েই পর্যায়ক্রমিক দাঁড়ালেন মোহাম্মদ মিঠুন, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। পরে বোলারদের অনুশীলনেও উইকেটের পেছনে দাঁড়ালেন মুশফিকুর রহিম। এসবকিছুই পরিষ্কার করে দিচ্ছে কাল থেকে শুরু হওয়া সিলেট টেস্টে উইকেট রক্ষকের ভূমিকায় থাকছেন মুশফিক।

গ্লাভস ফিরে পাওয়ার আনন্দটা মুশফিকের চোখেমুখেই ফুটে উঠেছে। হাসি মুখে বলেন, ‘দল বলেছিল বলে কিপিং ছেড়েছিলাম, এখন দলই বলেছে কিপিং করতে। দেখা যাক...। আমার কোনোটাতেই আপত্তি নেই। তবে আমার ভালোর জন্য কিপিং ছাড়ার কথা বলেন অনেকে। কিন্তু আমি নিজে তো জানি, কোনটায় আমার আত্মবিশ্বাস বেশি থাকে!’

এশিয়া কাপের চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন সাকিব আল হাসান। সাকিব না থাকাটা টিম ম্যানেজমেন্টের জন্য বাড়তি একটা চাপ। মুশফিককে কিপিংয়ে ফেরানো নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের ইস্যুটা সামনে আনলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘সাকিব না থাকা মানে একইসঙ্গে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও বোলার হারানো। একজন বাড়তি ব্যাটসম্যান কিংবা বাড়তি বোলার, একাদশে দল যেটিরই প্রয়োজন মনে করুক, সেই বিকল্প রাখতেই মুশফিককে কিপিংয়ে ফেরানোর ভাবনা। দল নির্বাচনে সেটিই ছিল আলোচনায়।’

বোলিং অনুশীলনে মুশফিক এবং বোলারদের মাঝখানে দাঁড়িয়ে পরীক্ষা দিতে হয়েছে ব্যাটসম্যানদের। তাদের মধ্যে নজর ছিল ইমরুল কায়েসের ব্যাটের দিকে। যেখানে শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, খালেদ আহমেদদের ভালোভাবেই মোকাবিলা করেছেন বাঁ-হাতি ব্যাটসম্যান। ব্যাটিং অনুশীলনের সময় বেশ আত্মবিশ্বাসীই দেখা গেল ইমরুলকে। গণমাধ্যমের সামনে কথাবার্তাতেও আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন রঙিন পোশাকের ছন্দটা টেস্টেও বয়ে আনতে চান তিনি। ইমরুল বলেন, ‘ফরম্যাট ভিন্ন, তবে যদি রানে থাকেন, কীভাবে রান করবেন সেটা মাথায় সাজানো থাকে। এটা ওয়ানডে হোক বা টেস্ট কিংবা টি-টোয়েন্ট মূল জিনিসটা হচ্ছে আত্মবিশ্বাস। সবাই জানে, যখন রানে থাকি না, তখন মনে কিছুটা সংশয় কাজ করে। যে আত্মবিশ্বাস এখন আছে, চেষ্টা করছি টেস্টে সেটা যথাযথ কাজে লাগাতে।’

বলা সহজ করা কঠিন। সেটা ইমরুলও বেশ ভালোই জানেন। এজন্য তিনি অনুপ্রেরণা খুঁজে নিতে চান অতীত থেকে। বাঁ-হাতি ওপেনার কাল বলেন, ‘বলা সহজ, করাটা কঠিন। চেষ্টা করব রান করার। এটা ঠিক যে, গত এক বছর টেস্টে ভালো খেলিনি। তবে আগে ভালো খেলেছি, সেসব তো মাথায় আছে। একটা সময় মানুষের খারাপ যায়। ওই সময় নিয়ে চিন্তা না করাই ভালো। একটা সময় বড় বড় দলের বিপক্ষে রান করেছি। জানি ওই জায়গায় কীভাবে সামলাতে হয়। সেসব মনে করছি। চেষ্টা করব এবার ভালোভাবে টিকে যাওয়ার।’

টেস্ট সিরিজে তামিম না থাকায় বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে ইমরুলকে। দায়িত্ব সামলাতে প্রস্তুত আছেন তিনি, ‘ওয়ানডেতেও তো এটাই ছিল (তামিমের অনুপস্থিতি)। তবে আমি আসলে ওসব চিন্তাই করছি না। চেষ্টা করছি নিজের কাজটুকু ঠিকঠাক করতে। সেই পরিকল্পনাই থাকবে।’

সাকিব না থাকায় বাড়তি একজন বোলার নিয়ে খেলতে হচ্ছে বাংলাদেশকে। এই সিরিজে নিয়মিত টেস্ট অধিনায়ককে মিস করার কথা বলেন, দলের বোলিং কোচ সুনিল যোশিও। তিনি বলেন, ‘টেস্ট ম্যাচ ভিন্ন ঘরানার খেলা। এটা ধৈর্য, চরিত্র ও স্কিলের পরীক্ষা। সাকিবকে আমরা সবাই মিস করব। বাংলাদেশের জন্য দুর্দান্ত একজন ক্রিকেটার ও দারুণ নেতা। তবে এটিই তাইজুল ও মিরাজের জন্য সেরা সুযোগ আরো নিজেদের মেলে ধরার, দায়িত্ব নেওয়ার ও দলের জন্য ভালো কিছু করার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close