ক্রীড়া প্রতিবেদক

  ১৭ অক্টোবর, ২০১৮

ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট সিরিজ। এর জন্য কাল সকালে ঢাকায় এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ২৩ সদস্যের দলটি। বাকি ছিলেন আরো তিনজন। তারাও কাল বিকেল সোয়া ৫টা নাগাদ ঢাকায় পৌঁছেছেন। আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলা থাকায় দলের সঙ্গে আসতে পারেননি তারা।

তিন দিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষ করেছে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা থেকেই বাংলাদেশে এসেছেন হ্যামিল্টন মাসাকাদজারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে দলটি। প্রোটিয়ারা জিতেছে ২-০ ব্যবধানে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। বলা যায়, খালি হাতে আত্মবিশ্বাসের ঘাটতি রেখে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুইয়ানরা। বাংলাদেশের বিপক্ষে ১৯ অক্টোবর বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। এরপরই মিরপুরে হবে সিরিজের প্রথম ম্যাচ খেলবে তারা। ২৪ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ। একই ভেন্যুতেই ২৬ অক্টোবর হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। সব ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

এদিকে সাকিব-তামিম না থাকলেও এশিয়া কাপের ফাইনালে অল্পের জন্য হেরে যাওয়া বাংলাদেশ আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। নিজেদের মাটিতে দুইটি সিরিজেই জয় পেতে চাই টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে অনুশীলনও শুরু করেছে মাশরাফি-মুশফিকরা। সোমবার মিরপুর শেরেবাংলায় স্কিল অনুশীলনের মধ্য দিয়ে টাইগারদের আসন্ন সিরিজের প্রস্তুতি শুরু হয়েছে। অনুশীলনে যোগ দিয়েছে ১৫ সদস্যের দল। এবার প্রাথমিক কোনো দল না দিয়ে সরাসরি স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিনিয়রদের মধ্যে আছে মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম। চোট থাকলেও সিরিজের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে মাশরাফিকে।

ওয়ানডে দল

হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই সাতারা, কেফাস ঝুওয়াও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close