ক্রীড়া ডেস্ক

  ০২ সেপ্টেম্বর, ২০১৮

‘আমিই বিশ্বের সেরা কোচ’

নিজের ঢাক নিজে পেটানোর অভ্যাসটা বহু পুরনো হোসে মরিনহোর। নিজেকে ‘স্পেশাল ওয়ান’ কোচ বলে দাবি করে আসছেন সেই অনেক আগে থেকে। নিজেকে ‘অসাধারণ মানুষ’ হিসেবেও দেখেন তিনি। তা অবশ্য মিথ্যা নয়। বিশেষ করে নিজেকে ‘স্পেশাল ওয়ান’ তকমা দেওয়াটা। কারণ ক্যারিশম্যাটিক ক্যারিয়ারে যেখানে গেছেন সেখানে সফলতা পেয়েছেন মরিনহো। ২০০৩-০৪ মৌসুমে পোর্তোর মতো ইউরোপের মাঝারি মানের ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন তিনি। ২০০৯-১০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন ইন্টার মিলানকে। দ্বিতীয়বার দায়িত্ব নিয়ে চেলসিকে এনে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। চ্যাম্পিয়নস লিগে সফল না হলেও রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন লা লিগা। এত যার অর্জন, তিনি তো ‘স্পেশাল ওয়ান’ হবেনই।

তবে এবার নিজের সম্পর্কে আরেকটি চমকপ্রদ মন্তব্য করেছেন পর্তুগিজ কোচ। ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রিমিয়ার লিগ জেতাতে না পারলেও নিজেকে বিশ্বের সেরা কোচ হিসেবে দাবি করেছেন মরিনহো। নতুন মৌসুমের শুরুতে ৩ ম্যাচের মধ্যে টানা ২ ম্যাচ হেরে চারদিক থেকে সমালোচনা শুনতে মরিনহোকে। ১৯৯২-৯৩ মৌসুমের পর প্রিমিয়ার লিগে যা ইউনাইটেডের সবচেয়ে বাজে শুরু। এমন দুর্যোগের সময় সাংবাদিকরা মরিনহোকে প্রশ্ন করেছিল দলের ব্যর্থতার বিষয়ে। প্রশ্নের জবাবে রাখডাক না রেখেই মরিনহো বলেন, প্রিমিয়ার লিগ জিততে না পারলেও ‘আমিই বিশ্বের সেরা কোচ।’

নিজের রেকর্ডকে রক্ষা করে মরিনহো বলেন, ‘আমিই একমাত্র কোচ যে ইতালি, ইংল্যান্ড ও স্পেনে জয় পেয়েছি।’ গত আসরের প্রিমিয়ার লিগে ইউনাইটেডকে দ্বিতীয় স্থানে নিয়ে আসাকে ‘অন্যতম অর্জন’ হিসেবে দেখছেন ৫৫ বছর বয়সী কোচ। মরিনহো আরো বলেন, ‘আমি বিশ্বের সবচেয়ে সেরা ক্লাবের কোচ এবং আমি বিশ্বের সেরা কোচও।’

তবে দুঃসময়ে মরিনহো পাশে পাচ্ছেন তার অন্যতম প্রতিপক্ষ পেপ গার্দিওলাকে। এক সময় দুইজনে লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দাঁড়িয়ে লড়াই করেছেন। এখন সে জায়গায় দুইজনের নতুন ঠিকানা ম্যানচেস্টার। চিরশত্রু মরিনহো সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল গার্দিওলা থেকে। প্রশ্নের উত্তরটা অবশ্য একটু কৌশলের সঙ্গে দিয়েছেন ম্যানসিটি কোচ। কেবল ইউনাইটেড খেলোয়াড়রাই মরিনহো সম্পর্কে ভালো জানবে বলে বিশ্বাস করেন গার্দিওলা।

মরিনহোর সময়টা ভালো যাচ্ছে না বলেও মনে করেন সিটিজেন কোচ। ওল্ড ট্রাফোর্ডে মরিনহোর বর্তমানের লড়াই সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। গার্দিওলা উত্তরে বলেন, ‘আমি অনেকবার বলেছি, বিচার করাটা আমার কাজ নয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close