ক্রীড়া ডেস্ক

  ১২ আগস্ট, ২০১৮

স্টোক্সের কিছুই মনে নেই!

মাথা গরম করে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাননি। কিন্তু ঠিক কী কী হয়েছিল মনে করতে পারছেন না। গত বছরের ২৫ সেপ্টেম্বর নাইটক্লাব থেকে বেরিয়ে ব্রিস্টলের রাস্তায় মারামারি করা নিয়ে আদালতে এটাই বললেন বেন স্টোক্স।

আদালতে শুক্রবার স্টোক্সকে জেরা করা হলো। বাধ্য হয়েই তিনি রায়ান আলি ও রায়ান হেলের কাজে হস্তক্ষেপ করেন। ওই দুইজন নাকি দুই সমকামীর দিকে খারাপ ইঙ্গিত করেন, বলে জানিয়েছেন স্টোক্স।

আদলতে জবানবন্দিতে তিনি বলেন, ‘ওরা ঠিক কী বলেছিল মনে করতে পারছি না। তবে এটা স্পষ্ট মনে আছে যে সমকামীদের অপমান করেই খুব খারাপ কিছু বলা হয়েছিল।’ আদালতে আইনজীবী তাকে প্রশ্ন করেন, ‘তা হলে কী আপনার স্মৃতি ব্ল্যাকআউট হয়েছে?’ স্টোক্স জবাবে বলেন, ‘তা বলতে পারেন।’

গত বছরের ২৫ সেপ্টেম্বর স্টোক্স ও ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর নাইটক্লাবে সেলিব্রেট করতে যান। স্টোক্স পরে নাইটক্লাবে কড়া পানীয় গ্রহণের তালিকা পেশ করেন। স্টোক্স বলেন, ‘আসলে পুরো ঘটনা গোলমালের মধ্যে ঘটেছিল। সে সময় সেখানে অনেকে ছিল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close