ক্রীড়া ডেস্ক

  ০৬ মার্চ, ২০১৮

রাজকীয় নির্বাসন শুরু নেইমারের

অস্ত্রোপচারের পরে প্রথম প্রকাশ্যে দেখা গেল নেইমার জুনিয়রকে। শনিবার বেলো অরিজন্তের মাটের ডে হাসপাতালে সার্জারির ২৪ ঘণ্টা পর নেইমারকে মুক্তি দেওয়া হয়। হাসপাতাল থেকে হেলিকপ্টারে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় ব্রাজিল তারকাকে। সেখান থেকে ব্যক্তিগত বিমানে তিনি রওনা হন মনগারাচিবা রিসোর্টে। রিও ডি জেনিরো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এই রিসোর্ট।

ব্রাজিলের মিডিয়া জানাচ্ছে, ইতোমধ্যেই তার নির্বাসনের ব্যাপারে সব প্রস্তুতি শুরু হয়ে গেছে। তার বিশেষ নির্বাসনের জন্যই এই বিলাসবহুল রিসোর্টটিকে বেছে নেওয়া হয়েছে। রিসোর্টে একটি জিম ছাড়াও এমন একটি যন্ত্র আছে, যা দিনে ৩০০ কেজি বরফ তৈরি করতে পারে। আধুনিক সব বড় ফুটবল ক্লাবেই এখন এ রকম যন্ত্র থাকে। নেইমারের নির্বাসনের দায়িত্বে আছেন ব্রাজিল এবং প্যারিস সেন্ট জার্মেইর ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি। ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’-এর ক্যারিয়ারের শুরু থেকেই তিনি তার সঙ্গে কাজ করছেন।

এখন প্রশ্ন, তিনি কবে মাঠে ফিরতে পারবেন? এখনো তার মাঠে ফেরার ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ছয় সপ্তাহ পরে নেইমারের চোট পরীক্ষা করা হবে। নেইমারের অস্ত্রোপচারের সময় পিএসজির হয়ে চিকিৎসক জেরার সাইল্যান্ট উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ‘নেইমার কবে মাঠে ফিরতে পারবেন; সে ব্যাপারে ছয় সপ্তাহের আগে কিছু বলা যাবে না।’

নেইমারের নির্বাসনের দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়েও ব্রাজিল আর পিএসজির মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল বলে শোনা যাচ্ছে। যদিও পিএসজি ক্লাবের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে, ‘অস্ত্রোপচারের পরই নেইমারের নির্বাসন শুরু হয়ে যাবে। তার রিহ্যাবের ব্যাপারটা দেখবেন ক্লাবের ফিজিওথেরাপিস্ট।’

আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্বমঞ্চে স্বপ্নদ্রষ্টাকে দলে পেতেই চটজলদি নেইমারের অস্ত্রোপচার করিয়েছেন ব্রাজিল ফুটবলের কর্তারা। বিশ্বকাপ তো বটেই মৌসুমের শেষ দিকে পিএসজির সঙ্গেও নেইমার যোগ দিতে পারবেন বলে আশা করছে পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাই। ব্রাজিলের চিকিৎসক তো প্রায় নিশ্চিত করে দিয়েছেন নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে কোনো সংশয় নেই। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামবেন পিএসজি স্ট্রাইকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist