শফিক শাহরিয়ার

  ০৪ মে, ২০২৪

হাহাকার

একটানা সারা দিন

সূর্যটা জ্বলছে,

তাপদাহে পাথরও

সেও যেন গলছে।

সূর্যের এত তেজ

জমিনও পুড়ছে,

রোদ দেখে অবিরাম

মগজও ঘুরছে।

পাতা যায় মরে যায়

বৃক্ষটা চুপ সে,

বৃষ্টির দেখা নেই

কোথা পায় রূপ সে

চারদিকে হাহাকার

সবকিছু পুড়ল,

এই রোদে বাঁচা দায়

তাই পাখি উড়ল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close