অনলাইন ডেস্ক
১৮ মে, ২০২৪
মায়ের চোখে আকাশ দেখি
রাফিয়া নাওয়ার
মা যে আমার এই দুনিয়ায়
জান্নাতেরই ঘ্রাণ
মা যে আমার নয়নমণি
মা যে আমার প্রাণ।
মা যে আমার বসুন্ধরা
যত্নে রাখে খুব
মা যে আমার আঁধার রাতে
জ্বলন্ত এক ধূপ।
মা যে আমার আকাশ সমান
বিশাল যে তার হাত
ওই হাতখানা রাখলে মাথায়
যায় কেটে যায় রাত।
মা যে আমার অপেক্ষা খুব
ব্যাকুলতা যে কী!
মায়ের চোখের তারা দিয়ে
ওই আকাশটা দেখি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন