খাগড়াছড়ি প্রতিনিধি

  ১৭ মে, ২০২৪

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

খাগড়াছড়িতে অনুষ্টিত হয়েছে ঐতিহ্যবাহী বলি খেলা। শুক্রবার (১৭ মে) বিকেল ৫টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে এ বলি খেলা অনুষ্ঠিত হয়।

কয়েক ধাপে মোট ৩৪ জন বলি অংশ নেন। খেলায় চারজন পাহাড়ি নারী অংশগ্রহণ করেন। হাজারো মানুষ বলি খেলা উপভোগ করতে স্টেডিয়ামে আসে।

ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কেউ কাউকে হারাতে না পারায় খাগড়াছড়ির সৃজন চাকমা, সুমন চাকমা ও কুমিল্লার শাহজালাল যৌথভাবে বিজয়ী হন। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে খেলা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপরা, এপি।

এ সময় খাগড়াছড়ি বলি সংগঠনের সভাপতি মর্ম সিং ত্রিপুরা (বলি) সভাপতিত্বে এতে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আমান হাসান, পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঐতিহ্যবাহী বলি খেলা,খাগড়াছড়ি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close