reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মে, ২০২৪

মা হারানোর ব্যথা

শচীন্দ্র নাথ গাইন

মা যে আমার হারিয়ে গেছে

পাইনে তাকে কাছে,

এই দুনিয়ায় কে বলো আর

তার চেয়ে আপন আছে?

আসবে না মা আবার ফিরে

পষ্ট আমি বুঝি,

সন্ধ্যা রাতের তারার মাঝে

রোজ তাকে তাও খুঁজি।

বুকের মাঝে কষ্ট জমে

নীরব হয়ে থাকি,

ব্যথার গাঙে সাঁতার কেটে

মায়ের ছবি আঁকি।

স্বপন দেখে চমকে উঠি

মা দাঁড়িয়ে পাশে,

মাথায় আমার হাত বুলিয়ে

মিষ্টি করে হাসে।

জেগে যখন পাইনে মাকে

জল নামে দুই চোখে,

মা হারানোর সান্ত¡না নেই

মুষড়ে পড়ি শোকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close