reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মে, ২০২৪

নিহার আঁকিবুঁকি

আমার নাম তাহমিনা তাসিন নিহা। আমি দশম শ্রেণিতে পড়ি। যখন আমি প্লে�নার্সারিতে পড়তাম, তখন থেকেই মূলত আমার আঁকিবুঁকি ভালো লাগে, বলা যায় ছোট থেকেই। সেই সময় অ্যাকাডেমিক যেসব অঙ্কন ছিল ওইগুলো আমি একা একাই করতাম, আমার আম্মু আমাকে শেখাতেন না, আমি নিজেই চেষ্টা করে ড্রয়িং করতাম, তো সপ্তম শ্রেণি পর্যন্ত অ্যাকাডেমিক ড্রয়িংগুলোই করতাম। এরপর আমি যখন সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষা দিই, তখন সারা দিন বাসায় থাকতাম। তখন আমি একটা জলরং কিনি। এরপর থেকেই শুরু হয় নানা ধরনের আঁকিবুঁকি। আস্তে আস্তে আমার অঙ্কন কাজেও অনেক উন্নতি হয়। এখন আলহামদুলিল্লাহ আমি একটু পারফেক্টভাবে আঁকতে পারি। আমার ড্রয়িং করতে ভীষণ ভালো লাগে। যখন আমার মন খারাপ থাকে তখন আমি ড্রয়িং করতে বসি, আর মন নিমিষেই ভালো হয়ে যায়। আমাকে ড্রয়িং করতে কেউ অনুপ্রেরণা দেয়নি, আমি নিজেই নিজেকে অনুপ্রেরণা দিই। আমার একটা ফেসবুক পেজ রয়েছে (অৎঃরংঃৎু নু ঘরযধ) নামে। আমার ইচ্ছে আছে ভবিষ্যতে নিজের শিল্প দিয়ে ইনকাম করার এবং আর্টিস্ট হিসেবে পরিচিতি পাওয়ার। পাশাপাশি আমার পড়ালেখাও কন্টিনিউ রাখার ইচ্ছা এবং ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close