রাজবাড়ী প্রতিনিধি

  ১৭ মে, ২০২৪

বালিয়াকান্দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীর মাথা ফাটানোর অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ছবি: প্রতিদিনের সংবাদ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার শেষ বাড়ি ফেরার পথে সৈয়দ আলী আজম (৫৭) নামে এক ব্যক্তিকে হকিস্টিক দিয়ে মাথায় ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের সমর্থক ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামের দরগার পাশে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী আলী আজম বলেন, ‘আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচন করায় এর আগে ছাত্রলীগ নেতা জীবন আমাকে হত্যার হুমকি দেন। তারই অংশ হিসেবে এ হামলা।’

আহত সৈয়দ আলী আজম দক্ষিণবাড়ি গ্রামের বাসিন্দা ও আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক। হামলার পর তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন সৈয়দ আলী আজম বলেন, ‘আমি আনারস প্রতীকে ভোট চেয়ে রামদিয়া সেতুঘাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। পথে দক্ষিণবাড়ি দরগার পাশে জহুরের বাড়ির সামনে পৌঁছালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিমের সমর্থক নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ও তার সহযোগী মনিরসহ ৩ জন মোটরসাইকেলে পেছন থেকে এসে আমার মাথায় হকিস্টিক দিয়ে আঘাতের চেষ্টা করে। আমি সরিয়ে নিলে মাথার পেছনে ও ডান চোখের নিচে কেটে রক্ত পড়তে থাকে। এ সময় আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।’

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সৈয়দ আলী আজম আমার সঙ্গে নির্বাচনী প্রচারে ছিলেন। পরে তিনি বাড়ি ফেরার পথে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিমের সন্ত্রাসী বাহিনী তার ওপর অতর্কিত হামলা চালায়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করতে এর আগেও তারা আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আমরা মামলা করব।’

জানতে চাইলে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া হাসপাতালে গিয়েও আহত ব্যক্তিকে দেখেছি, তার সঙ্গে কথা বলেছি। তার মাথায় একটি সেলাই লেগেছে। এই ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। মামলা হলে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজবাড়ী,বালিয়াকান্দি,উপজেলা নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close