নিজস্ব প্রতিবেদক

  ২৫ মে, ২০১৭

রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় করলেন দুই নেত্রী

দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বিনিময় করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েক কুমারাতুঙ্গা। চন্দ্রিকা কুমারাতুঙ্গা গতকাল বুধবার দুপুরে গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও নিজ নিজ রাজনৈতিক দলের বিষয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান। তিনি বলেন, ‘দুই নেত্রী তাদের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও বিনিময় করেন।’

শ্রীলঙ্কার একমাত্র নারী রাষ্ট্রপ্রধান হিসেবে ১৯৯৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন চন্দ্রিকা কুমারাতুঙ্গা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েক এবং শ্রীমাভো বন্দরনায়েকের মেয়ে চন্দ্রিকা ২০০৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির (এসএলএফপি) প্রধান ছিলেন। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভানেত্রী। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির প্রতিষ্ঠাতা সলোমন ওয়েস্ট রিজওয়ে ডায়াস বন্দরনায়েক- দুজনকেই নির্মম হত্যাকান্ডের শিকার হতে হয়। পরবর্তীতে দুই দেশের এই দুই রাজনৈতিক দলকেই দীর্ঘ রাজনৈতিক নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে।

বৈঠকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে প্রতিটি ধর্মের নাগরিক শান্তিপূর্ণভাবে বসবাস এবং উৎ্সব পালন করছেন। কোনো তৃতীয়পক্ষের হস্তক্ষেপ ছাড়াই পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানের কথাও প্রধানমন্ত্রী এ সময় তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist