কক্সবাজার প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

জগাখিচুড়ির ঐক্য টিকবে না : কাদের

ড. কামাল হোসেন ও ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে গড়ে ওঠা ‘জাতীয় ঐক্য’কে ‘জগাখিচুড়ির ঐক্য’ বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এমন জগাখিচুড়ির ঐক্য টিকবে বলে আমার বিশ্বাস হয় না।’ গতকাল সোমবার সকালে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ কথা বলেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আওয়ামী লীগের সড়কযাত্রা শেষে এ নিয়ে কথা বলছিলেন কাদের। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। গত শনিবার সকালে ঢাকা থেকে রওনা হওয়ার পর ফেনী হয়ে চট্টগ্রামে এসে প্রথম দিনের সড়কযাত্রা শেষ হয়। সেখানে রাত্রিযাপন শেষে গত রোববার সকালে শাহ আমানত (র.)-এর মাজার জিয়ারত করে দ্বিতীয় দিনের সড়কযাত্রা শুরু করেন আওয়ামী লীগের নেতারা। চট্টগ্রাম হয়ে তারা কক্সবাজারে গিয়ে সড়কযাত্রা শেষ করেন।

রাত্রিযাপনের পর সকালে কলাতলী সৈকতের পাশে পুষ্পদম রেস্টুরেন্ট পরিদর্শন শেষে কাদের সাংবাদিকদের বলেন, ‘আমাদের পথসভায় লাখ লাখ লোক, এর সমপরিমাণ সমাগম তারা ঢাকায় করে দেখাতে পারবে? পারবে না। এখানেই তাদের গায়ের জ্বালা, অন্তর্জ্বালা, এখানেই তাদের হতাশা এবং হতাশা থেকেই আবোল-তাবোল বকছে।’

নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দলের সড়কযাত্রার বিষয়ে বিএনপির নেতারা সম্প্রতি বলেছেন, ট্রেনযাত্রায় ব্যর্থ হয়ে এখন রোডমার্চ করছে আওয়ামী লীগ। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষে ট্রেনযাত্রা ও সড়কযাত্রায় অচিন্তনীয়, অবিশ্বাস্য জনস্রোত দেখে বিএনপি একেবারেই হতাশ হয়ে পড়েছে। তারা হতাশা থেকে বকছে। এ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।’

নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে গড়ে ওঠা ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ এবং এতে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আসলে জগাখিচুড়ির জাতীয় ঐক্য। এই জগাখিচুড়ির ঐক্য শেষ পর্যন্ত টিকবে, এটা আমার বিশ্বাস হয় না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close