reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি, ২০২০

‘নক্ষত্র নিভে যায়’ -এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর প্রথম কাব্যগ্রন্থ ‘নক্ষত্র নিভে যায়’ -এর প্রকাশনা অনুষ্ঠান গত ২৭ জানুয়ারি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে গ্রন্থটির উপর আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী, শিক্ষাবিদ-কথাশিল্পী অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। প্রকাশিত গ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাব্যগ্রন্থটির প্রকাশনী সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। আলোচনা পর্বে বক্তারা বইটির ভূয়সী প্রশংসা করে বলেন, কবি আহাদুজ্জামান মোহাম্মদ আলীর এই কাব্যগ্রন্থে যেমন প্রকাশ পেয়েছে মানুষের অন্তর্নিহিত ভাব, প্রেম, ভালোবাসা, আবেগ তেমনি প্রকাশ পেয়েছে প্রকৃতির বিপন্নতা, সমাজের বিভিন্ন অন্যায় ও সামাজিক নানা অবক্ষয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close