reporterঅনলাইন ডেস্ক
  ২০ আগস্ট, ২০১৯

ইউল্যাব ক্যাম্পাসে জাগো ফাউন্ডেশনের শিক্ষার্থী দল

ইউল্যাবের নিজস্ব বাসে জাগো ফাউন্ডেশনের ৪৪ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং ৫ জন কর্মকর্তা ইউল্যাব ক্যাম্পাস ভ্রমণ করেছেন। এ সময় শিক্ষার্থীরা ইউল্যাবের লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, অডিটরিয়াম, ক্লাসরুম, খেলার মাঠ, মিডিয়া ল্যাব, কমনরুম, ইনডোর স্পোর্টস জোনসহ অন্যান্য স্থান ঘুরে দেখেন। তারা মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে গিয়ে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ইউল্যাব উল্লেখযোগ্যসংখ্যক অসচ্ছল শিক্ষার্থী প্রতি সেমিস্টারে ভর্তি করে থাকে। ইউল্যাবের ভিসি অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জাগো ফাউন্ডেশনের শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close