reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০১৯

বাংলাদেশি শিক্ষার্থী ব্রিটিশ মেডিকেল জার্নাল পুরস্কার পেলেন

গবেষকদের কাছে অস্কার হিসেবে গণ্য ‘ব্রিটিশ মেডিকেল জার্নাল দক্ষিণ এশিয়া পুরস্কার-২০১৮’ অর্জন করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থী ডা. কানিজ সুলতানা কান্তা। গত বছরের ১ ডিসেম্বর ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত পঞ্চম ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার নয়টি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশি ফাইনালিস্ট হিসেবে ডা. কানিজ সুলতানা কান্তা এ পুরস্কার

লাভ করেন।

পঞ্চম ব্রিটিশ মেডিকেল জার্নাল প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার নয়টি দেশ থেকে ডাক্তাররা অংশ নেন। এ নয়টি দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটান, মিয়ানমার, মালদ্বীপ ও আফগানিস্তান। এ নয়টি দেশের ১৫০০র বেশি দক্ষ ডাক্তারকে ১০ বিভাগে নির্বাচন করা হয়। এ ৩০ জন ডাক্তারকে গত ১ ডিসেম্বর ২০১৮ তারিখে ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। প্রতিজনকে ১০ মিনিট করে তাদের প্রকল্পের ওপর বিচারকদের সামনে উপস্থাপন করতে বলা হয়। পরবর্তীতে বিচারকদের রায়ে ১০ জন ডাক্তারকে বিজয়ী ঘোষণা করা হয়। এ ১০ জনের মধ্যে ডা. কানিজ সুলতানা কান্তা একমাত্র বাংলাদেশি ফাইনালিস্ট। তার উপস্থাপনার বিষয় ছিল গর্ভকালীন খিঁচুনি (Ending Eclampsia)। ডা. কানিজ ফাতেমা ২০০৮ সালে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি Ending Eclampsia প্রকল্পে USAID-এর তহবিলে Population Council-এ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত আছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close