reporterঅনলাইন ডেস্ক
  ০৭ অক্টোবর, ২০১৮

সিভাসুর ৪১তম সিন্ডিকেট অধিবেশন অনুষ্ঠিত

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪১তম অধিবেশন ২ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

সিন্ডিকেট অধিবেশনের শুরুতে ভিসি একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তার সময়কালে সম্পাদিত বিশ^বিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে ভিসি হাটহাজারীতে বিশ^বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন, কক্সবাজারে গবেষণা কেন্দ্র স্থাপন, ঢাকার পূর্বাচলে পেট এনিম্যাল হসপিটাল ও রিসার্চ সেন্টার স্থাপন, কাপ্তাই লেকে ভ্রাম্যমাণ গবেষণা তরী নির্মাণ, রাষ্ট্রপতির উপস্থিতিতে বিশ^বিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজন, আন্তর্জাতিক কোলাবরেশন্স ও বিদেশি বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর, শতভাগ শিক্ষার্থীর বিদেশে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু ম্যুরাল নির্মাণ, অত্যাধুনিক অডিটরিয়াম নির্মাণ, বিশ^বিদ্যালয়ের জন্য পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম প্রণয়ন, নতুন অনুষদ ও ইনস্টিটিউট অনুমোদন ইত্যাদি বিষয় তুলে ধরেন। এ সময় অধিবেশনে উপস্থিত সিন্ডিকেটের সদস্যরা ভিসির সফল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও উন্নয়নের এধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ্্ নওয়াজ আলি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. অনুপম সেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. নুরল আনোয়ার, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম নুরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো. আ. হালিম, ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মো. মাসুদুজ্জামান, ভেটেরিনারি ক্লিনিক্সের পরিচালক প্রফেসর ড. ভজন চন্দ্র দাস, রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব মীর্জা ফারুক ইমাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close