নিজস্ব প্রতিবেদক

  ০৬ মে, ২০২৪

মানব পাচারের মামলায় মিল্টন ৪ দিনের রিমান্ডে

মানব পাচার আইনের মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন হেফাজতে পেয়েছে পুলিশ। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম বেগম শান্তা আক্তার তার রিমান্ড মঞ্জুর করেন। মিল্টনকে এদিন আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মহিতুল আলম। মিল্টনের পক্ষে রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান আইনজীবী আবদুস ছালাম সিকদার। শুনানি নিয়ে বিচারক জামিন আবেদন বাতিল করে চার দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে ঢাকা মহানগর হাকিম মেহেরা মাহবুব মানবপাচার মামলায় মিল্টনকে গ্রেপ্তার দেখানোর এক আবেদন মঞ্জুর করেন।

আশ্রমের বাসিন্দাদের জাল মৃত্যুসনদ তৈরির অভিযোগে মিল্টনের বিরুদ্ধে করা প্রথম মামলায় বৃহস্পতিবার তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ওই রিমান্ড শেষেই আরেক মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেল পুলিশ।

সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা শিশুদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করার ছবি-ভিডিও শেয়ার করে আলোচনায় আসা মিল্টন সমাদ্দারকে ১ মে সন্ধ্যায় মিরপুর থেকে গ্রেপ্তার করে ডিবি। কয়েক দিন বিভিন্ন সংবাদমাধ্যমে আশ্রয়কেন্দ্রের নামে তার অনিয়মের খবর প্রকাশ হতে থাকলে ফের তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এরপরই তৎপর হয় পুলিশ।

সিটি করপোরেশনের সিল নকল করে আশ্রমের বাসিন্দাদের জাল মৃত্যুসনদ তৈরির অভিযোগে গ্রেপ্তারের পরদিন তার বিরুদ্ধে মামলা করা হয়। তার বিরুদ্ধে ২ মে মারধর ও মানবপাচারের অভিযোগে আরো দুটি মামলা হয়।

মারধরের মামলাটি করেছেন রাজধানীর দারুস সালাম এলাকার বাসিন্দা মতিউর রহমান। মিল্টনের আশ্রমে থাকা একজনকে মারধরের অভিযোগে তিনি এ মামলা করেন। মিল্টন ছাড়া অজ্ঞাত আরো চার-পাঁচজনকে এতে আসামি করা হয়েছে। আর মানব পাচারের অভিযোগে মামলাটি করেছেন জিগাতলার বাসিন্দা এম রাকিব। মামলায় মিল্টনকে প্রধান আসামি করে অজ্ঞাত তিন-চারজনের কথা বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close