মো. আব্দুস সবুর, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ২৫ মে, ২০২৪

বালিয়াডাঙ্গীতে মাদকসহ ব্যবসায়ী আটক

ছবি : প্রতিদিনের সংবাদ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ মে) থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার পশ্চিম সরলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম সরলিয়া গ্রামের মাদক ব্যবসায়ী দারাব উদ্দীনের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তার বাড়ি তল্লাশী করে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার এবং তাকে গ্রেফতার করে।

ইতিপূর্বে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আটক,মাদকসহ ব্যবসায়ী,বালিয়াডাঙ্গী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close