নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৬ মে, ২০২৪

ফতুল্লায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় নির্মাণাধীন ছয় তলা ভবনের চতুর্থ তলা থেকে নিচে পরে মো. বাহাদুর খান (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টায় ফতুল্লা মডেল থানার নতুন কোর্ট সংলগ্ন তল্লাস্থ আক্তার হোসেনের মালিকানাধীন নির্মাণধীন ভবনে।

নিহত মোহাম্মদ বাহাদুর খান জামালপুর জেলার মেলাহন্দ থানার হুটিয়ারকান্দার সৈয়দ হাজীর ছেলে। সে স্ব-পরিবারে তল্লা আজমেরীবাগস্থ হক মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলো।

স্থানীয় প্রতক্ষদর্শীদের বর্ণনা মতে, ছয় তলা ভবনের চতুর্থ তলার কাজ চলছিলো। শনিবার বিকেল পাঁচটার দিকে কাজ করার সময় ভবনটির চতুর্থ তলা থেকে নিচে পরে যায় নিহত নির্মাণ শ্রমিক মোহাম্মদ বাহাদুর খান। ঘটনাস্থলেই সে মারা যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রমিকের মৃত্যু,নির্মাণাধীন বহুতল ভবন,ফতুল্লা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close