আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ২৬ মে, ২০২৪

আমতলীতে রেমাল মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় 'রেমাল' মোকাবিলায় পূর্ব ও পরবর্তী প্রস্তুতি নিয়ে উপজেল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়ার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শনিবার (২৫ মে) সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম, সহকারী কমিশনার ভূমি তারেক হাসান, চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, আড়াপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচ এম মনিরুজ্জামান মনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হোসাইনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ কাদের মিয়া বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সভা অনুষ্ঠিত,দুর্যোগ কমিটি,ঘূর্ণিঝড় রেমাল,আমতলী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close