খুলনা ব্যুরো

  ১৪ সেপ্টেম্বর, ২০২১

ডুমুরিয়ার ৩৬ গ্রামে জীবাণুমুক্তকরণ কর্নার

কোভিড প্রতিরোধে হাত ধোয়া নিশ্চিত করার জন্য খুলনার ডুমুরিয়া উপজেলার ৩৬টি দলিত অধ্যুষিত গ্রামে ৩৬টি জীবাণুমুক্তকরণ কর্নার স্থাপন করা হয়েছে। কর্নারগুলোতে একটি করে ৫০০ লিটার আয়তনের প্লাস্টিকের পানির ট্যাঙ্কে সার্বক্ষণিক পানি সরবরাহ ও হাত ধোয়ার সাবান সরবরাহ নিশ্চিত করাসহ জনগণকে হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়েছে। বেসরকারি সংগঠন ‘দলিত’ পিএএসিআরএমডিসির উদ্যোগে জীবাণুমুক্তকরণ কর্নার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে সংশ্লিষ্ট গ্রামের যুব গ্রুপ । ৩৬টি গ্রামের ৩৬টি জীবাণুমুক্তকরণ কর্নারের মধ্যে গতকাল সোমবার বেলা ১১টার দিকে খর্ণিয়া ইউনিয়নের টিপনা দাস পাড়ার জীবাণুমুক্তকরণ কর্নারটি উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খর্ণিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. মহসিন শেখ। বিশেষ অতিথি ছিলেন চুকনগর প্রেস ক্লাবের সহসভাপতি গাজী আবদুল কুদ্দুস। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন দলিত সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মো. আবদুল মান্নান। সঞ্চালন করেন দলিতের ফিল্ড সুপার ভাইজার সামসুন নাহার। অনুষ্ঠানে টিপনা দাস পাড়ারসহ বিভিন্ন পর্যায়ের জনগণ উপস্থিত ছিলেন।

দলিত একটি সেবাধর্মী বেসরকারি সংগঠন। সমাজের সবচেয়ে অবহেলিত, অতিদরিদ্র, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে সংস্থাটি ১৯৯৮ সাল থেকে কাজ করে আসছে। ‘প্রোমোটিং অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশনস ফর কোভিড-১৯ রেসপন্সেস ইন দ্য মার্জিনালাইজড দলিত কমিউনিটি’ (পিএএসিআরএমডিসি) প্রকল্পটি দি এশিয়া ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় উপজেলার ১২টি ইউনিয়নে বাস্তবায়ন করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close