ক্রীড়া প্রতিবেদক

  ৩০ এপ্রিল, ২০২৪

তিনজনের হ্যাটট্রিক

এক ম্যাচে ১৯ গোল নাসরিনের

বাংলাদেশ নারী ফুটবল লিগে সাবিনা-সানজিদারা এবার নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে খেলছেন। নতুন দলের প্রথম ম্যাচেই সাবিনারা ১৯ গোল দিয়েছেন প্রতিপক্ষ জামালপুর কাচারীপাড়া একাদশকে।

নারী ফুটবল লিগে একপেশে ম্যাচ অহরহই হয়। গত তিন মৌসুম বসুন্ধরা কিংস, এরও আগে আবাহনী-মোহামেডানও ভূরি ভূরি গোল দিয়েছে দুর্বল প্রতিপক্ষকে। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের দেওয়া তথ্য অনুযায়ী নারী লিগে এক ম্যাচে সর্বোচ্চ ২৬ গোল রয়েছে। গতকাল সোমবার ১৯ গোলের মধ্যে অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্দা, শামসুন্নাহার চারটি করে; মাসুরা পারভীন, সানজিদা ও সুমাইয়া জোড়া গোল করেছেন এবং মার্জিয়া একটি গোল করেন। ম্যাচের প্রথমার্ধেই সাবিনারা ৮ গোলে এগিয়ে ছিলেন। পরের অর্ধে আরো ১১ গোল হয়েছে। মারিয়া মান্দা ৫৯-৭৮ এই ২০ মিনিটের মধ্যে চার গোল করেন। হ্যাটট্রিক করতে মাত্র ১৭ মিনিট সময় নেন।

বসুন্ধরা কিংস দল না গড়ায় নাসরিন স্পোর্টস একাডেমিতে জাতীয় দলের বড় একটি অংশ খেলছে। প্রথমবারের মতো বড় দল গড়ে উদ্বোধনী ম্যাচেই উড়ন্ত সূচনা করেছে।

বাফুফে নারী উইং নারী লিগের ফিকশ্চার করেছিল সকাল ও বিকেলে ম্যাচ দিয়ে। তীব্র তাপপ্রবাহে কাজী সালাউদ্দিন সেই সূচি বদলে পড়ন্ত বিকেল ও রাতে আয়োজনের নির্দেশ দেন। এদিন একটা ম্যাচ ছিল, তাই খেলাটি বিকেল ৫টায় শুরু হয়। পরের অর্ধে খেলা ফ্লাডলাইটের আলোয় হয়েছে। আজ মঙ্গলবার লিগের বিরতি। আগামীকাল দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close