শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০১৮

গ্রেফতারের পর বন্দুকযুদ্ধে নিহত ১

১০ মামলার পলাতক এক আসামি গ্রেফতারের পর মুন্সীগঞ্জে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ সময় শ্রীনগর থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তাজেল (৩৬) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ার রুদ্রপাড়া গ্রামের দ্বীন ইসলাম খোরশেদ ওরফে ইউনুস শেখের ছেলে। তাকে শুক্রবার সকালে যশোরের মনিরামপুর থেকে গ্রেফতার করা হয়েছিল।

শীর্ষ সন্ত্রাসী তাজেলের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ ১০টি মামলা রয়েছে। সে সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাজেল নিহত হওয়ার সংবাদে বাঘড়াবাসী এলাকায় মিষ্টি বিতরণ করেন। শ্রীনগর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, শুক্রবার সকালে যশোরের মনিরামপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অস্ত্র উদ্ধারে শ্রীনগর থানা পুলিশ উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী এলাকায় গেলে ওঁৎপেতে থাকা তাজেল বাহিনীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে তাজেল পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। এ সময় তাজেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাজেলকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি একনলা বন্দুক, তিন রাউন্ড পিস্তলের গুলি, তিনটি ছোরা ও ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। লাশ ময়লাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close