নিজস্ব প্রতিবেদক

  ২০ সেপ্টেম্বর, ২০১৮

মুক্তভাবে রাজনীতি করতে পারছি না : এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘ক্ষমতা ছাড়ার পর একটি দিনও মুক্তভাবে রাজনীতি করতে পারিনি, আজও পারছি না। তবে আগামী নির্বাচনে জয়ী হয়ে মুক্ত রাজনীতিবিদ হব।’ গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী তথ্যপ্রযুক্তিবিষয়ক কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি। যারা প্রতিহিংসার রাজনীতি করে আমাকে জেলে দিয়েছে, আমার পার্টি ধ্বংস করতে চেয়েছে, আমরা তাদের কথা মনে রাখব। দেশের মানুষও তাদের কথা মনে রাখবে।’ তিনি বলেন, ‘নতুন প্রযুক্তি ব্যবহার করে পাঁচ কোটি ভোটারের কাছে যাব। নতুন প্রজন্মের কাছে কথাগুলো তুলে ধরব। আমার বিশ্বাস তারা ভোট দিয়ে আমাদের জয়ী করবে।’ ১৯৯৬ সালের নির্বাচনের কথা স্মরণ করে এরশাদ বলেন, ‘আমরা সমর্থন না দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারত না। কিন্তু তাদের কাছে আমরা সুবিচার পাইনি, আমরা সবার কাছেই প্রতারিত হয়েছি। আমাকে জেলে পাঠিয়ে পাঁচ কোটি টাকা জরিমানাও করেছিল।’ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘কোনো রাজনৈতিক দল আমাদের বন্ধু নয়। আমাদের প্রকৃত বন্ধু কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষ। তাদের জন্যই আমরা রাজনীতি করি।’ এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, জিয়া উদ্দিন বাবলু, মো. আজম খান, এম এ সাত্তার, মো. হাফিজ উদ্দিন, সৈয়দ আবদুল মান্নান, মাহমুদুল ইসলাম চৌধুরী, মশিউর রহমান রাঙা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close