reporterঅনলাইন ডেস্ক
  ১১ নভেম্বর, ২০১৭

মঙ্গল গ্রহের টিকিট কিনেছেন আড়াই কোটি মানুষ!

কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও বাস্তবে যে মঙ্গলে যাওয়ার টিকিট বিলি করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’। বিশ্বের বিভিন্ন দেশের দুই কোটি ৪২ লাখ ৯ হাজার ৮০৭ জন ‘লালগ্রহে’ যাওয়ার টিকিট কেটে ফেলেছেন। তাদের মধ্যে এক লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ভারতীয়।

যারা টিকিট কেটেছেন তাদের ‘ইনসাইট’ অভিযানে মঙ্গলে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে নাসা। ভাবছেন, তাহলে প্রযুক্তি এতটা এগিয়ে গেছে? এর উত্তর হচ্ছে, না। কারণ যারা টিকিট কেটেছেন, তাদের সশরীরে মঙ্গলে পাঠাচ্ছে না নাসা। শুধু তাদের নাম লিখে দেওয়া হবে ‘ইনসাইট’ মার্স ল্যান্ডারের গায়ে। টাইমস অব ইন্ডিয়া গতকাল শুক্রবার এ খবর জানায়।

গত বুধবার এক বিবৃতিতে নাসা জানায়, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি টিকিট কিনেছেন মার্কিনিরা। তালিকায় এরপরের স্থানে রয়েছে চীন। তৃতীয় স্থানে ভারত। টিকিট নেওয়া যাত্রীদের অনলাইন ‘বোর্ডিং পাস’ দেওয়া হবে। গত সপ্তাহে এর টিকিট দেওয়া বন্ধ করা হয়।

২০১৮ সালের ৫ মে মঙ্গলের উদ্দেশে যাত্রা করবে নাসার ‘ইনসাইট’ নামের ‘মার্স ল্যান্ডার’। ওই বছরই ২৬ নভেম্বর মঙ্গলে অবতরণ করবে যানটি। প্রায় ৭২০ দিনের অভিযানে মঙ্গলের ভূপৃষ্ঠে নানা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে ‘ইনসাইট’। বিশেষ করে ওই গ্রহের ভূমিকম্পের তথ্য সংগ্রহ করবে এটি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাসা,মঙ্গল গ্রহ,মঙ্গলে যাওয়ার টিকিট,ইনসাইট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist