reporterঅনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

জাপানে ৬৮ হাজার মানুষ শতবর্ষী!

জাপানে জনসংখ্যা নিম্নমুখী হলেও শতবর্ষী মানুষের সংখ্যা বেড়েই চলছে। মাত্র এক বছরের ব্যবধানে দেশটিতে শতবর্ষী মানুষের তালিকায় যোগ হয়েছে দুই হাজার ১৩২ জন, যা নিয়ে এ মুহূর্তে জাপানে শতবর্ষীর সংখ্যা ৬৭ হাজার ৮২৪ জন। বিশ্ব বৃদ্ধ দিবস উপলক্ষে দেশটির স্বাস্থ্য ও সমাজকল্যাণ অধিদফতরের করা জরিপের ফলে এ তথ্য জানানো হয়েছে।

গেল বছরের জরিপে শতবর্ষী মানুষের সংখ্যা ছিল ৬৫ হাজার ৬৯২ জন। বর্তমানে ৮৭ দশমিক ৯ শতাংশ শতবর্ষী হলো নারী যাদের সংখ্যা ৫৯ হাজার ৬২৭ জন। আর পুরুষের সংখ্যা আট হাজার ১৯৭ জন। জাপানের সিমানে, কচি, কাগুশিমা, ততোরি, কাগুয়া প্রদেশে এই মানুষের অনেকেরই বয়স ১০০ বছরের বেশি।

১৯০০ সালে কাগুশিমা প্রদেশের কিকাই শহরের জন্ম নেওয়া ১১৭ বছর বয়সী নাবি তাজিমাকে সবেচেয়ে বেশি বয়সী নারী হিসেবে তুলে ধরা হয়েছে। আর এরপরই রয়েছে টোকিওর মাসামিসু ইয়োশিদা। যার বয়স ১১৩ বছর।

১৯০৫ সালের জুলাইয়ে জন্ম নেওয়া মাসাজু নোনাকা যার বর্তমান বয়স ১১২ কে জাপানের জেষ্ঠ্য পুরুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সরকার আশা করছে গিনেস বুকে বিশ্বে বয়সী পুরুষের তালিকায় তার নাম উঠবে। মূলত উন্নত স্বাস্থ্যসেবা ও খাবারের প্রতি সচেতনতায় শতবর্ষী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে বলে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে। মন্ত্রণালয়ের হিসাবমতে, সবচেয়ে বেশি শতবর্ষী নারী-পুরুষ বাস করে টোকিওতে যার সংখ্যা পাঁচ হাজার ৮৩৫ জন, ওসাকায় তিন হাজার ৫৫৫, কানাজাওয়াতে তিন হাজার ৭৩৭ জন।

এ ছাড়াও জাপানে ১২ কোটি ৭১ লাখ জনসংখ্যার এ দেশে শতকরা ২৬ দশমিক ৭ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে, যা গত পাঁচ বছরের মধ্যে ৩ দশমিক ৭ শতাংশ বেশি। সরকার ধারণা করছে, আগামী মার্চে আরো ৩২ হাজার মানুষ শতবর্ষীর সংখ্যায় যোগ হবে যা ইতিহাসে সর্বোচ্চ। সরকার বলছে, বৃদ্ধরা অধিকাংশই কর্মহীন, ফলে অর্থনীতিতে তারা কোনো ভূমিকা রাখতে পারছে না। এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে জাপানের অর্থনীতি ব্যাপক হুমকির মুখে পড়বে। বৃদ্ধদের অধিকাংশই ব্যায়ামে নিয়োজিত থাকছেন। পরিমিত খাবার ব্যবস্থা ও উন্নত চিকিৎসাসেবা বৃদ্ধদের আয়ু দীর্ঘায়িত করতে অনেকটাই অনুঘটকের ভূমিকা পালন করছে বলেও জরিপে বলা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাপান,শতবর্ষী মানুষ,জাপানে শতবর্ষী,জরিপ,শতবর্ষী নারী-পুরুষ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist