reporterঅনলাইন ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি, ২০২০

বিএসটিআইয়ের লোগো দেখে পণ্য কেনার আহ্বান

পণ্যের মানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন বলেন, বিভিন্ন পণ্য ও সেবার মান প্রণয়নের দায়িত্ব বিএসটিআইয়ের। পণ্য ও সেবার মান প্রণয়নের পাশাপাশি সরকার নির্ধারিত ১৮১টি পণ্যের অনুকূলে মান সনদ প্রদান এবং সেসব পণ্যের মান তদারকির দায়িত্ব বিএসটিআইয়ের। তাই বিএসটিআইয়ের লোগো ছাড়া এসব পণ্য ক্রয় না করার আহ্বান জানিয়েছেন মহাপরিচালক। গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই প্রধান কার্যালয়ে বিএসটিআইতে শিক্ষা-সফরের অংশ হিসেবে বিসিআইসি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএসটিআই ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিসিআইসি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close