গাজীপুর প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০২৪

গাজীপুর সিটির নগর উন্নয়ন পরিকল্পনার সেমিনার

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) এলাকার জন্য নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্পের খসড়া উন্নয়ন পরিকল্পনার ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শহীদ আহসান উল্যাহ মাস্টার হলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন গাজীপুর সিটির মেয়রের উপদেষ্টা সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসাইন। কর্মশালায় প্রকল্পের অগ্রগতি ও খসড়া পরিকল্পনা উপস্থাপন করেন টিম লিডার ডুয়েটের প্রফেসর ডক্টর আখতার হোসাইন চৌধুরী, ডেপুটি টিম লিডার সামাউল আল নূর। কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রকল্পের কো-অর্ডিনেশন টিম লিডার অধ্যাপক ড. মোজাম্মেল হক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close