লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০২৪

‘আমি প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি নই’

আমি প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি নই। সবাই আমার কাছে সমান, আপনজন। লোহাগাড়ায় কোনোভাবেই ইজারা ছাড়া বালু উত্তোলন করা যাবে না। কোন কোন জায়গায় গেট বসিয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা চাঁদা নিচ্ছেন। এগুলো বন্ধ করতে হবে। কেউ যদি ইজারা ছাড়া বালু উত্তোলন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে লোহাগাড়ার ইউএনওকে কঠোর নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ এম এ মোতালেব সিআইপি।

১৫ জানুয়ারি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন আবদুল মোতালেব এমপি। তিনি বলেন, লোহাগাড়ায় কোনোভাবে মাটির টপসয়েল কাটা যাবে না। ইজারাবিহীন বালু উত্তোলন করা যাবে না। যানজট নিরসনে বটতলী স্টেশনে নতুনভাবে অ্যাডহক কমিটি গঠন করতে হবে। নতুন অ্যাডহক কমিটিন সদস্যরা নির্বাচনে কোনো প্রার্থী হতে পারবে না। তারা শুধু ভোটার হালনাগাদ করতে কাজ করতে পারবেন। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, লোহাগাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, লোহাগাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামশুল আলম, সহসভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা পিআইও মাহবুব আলম শাওন, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close