চট্টগ্রাম ব্যুরো

  ২৯ মে, ২০১৯

চট্টগ্রামে ৩০০ লিটার মদসহ ৩ কারিগর গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাই মদসহ তিন মদ তৈরির কারিগরকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার ভোরে নগরীর পশ্চিম শহীদনগরের আমতল এলাকায় ‘মাওয়া ভিলা’ নামে একটি বাড়ির পঞ্চমতলায় এই মদের কারখানায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খোন্দকার।

গ্রেফতাররা হলো বিপিন চাকমা (৩২), রিতন চাকমা (২০) ও মিটন চাকমা (২৫)। এদের মধ্যে রিতন ও মিটনের বাড়ি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এবং বিপিনের বাড়ি একই জেলার পানছড়ি উপজেলায়।

ওসি আতাউর রহমান আরো জানান, গ্রেফতার তিনজনই মদ তৈরির কারিগর। পাহাড়ে সাধারণত স্থানীয়ভাবে যেসব মদ তৈরি হয়, একই প্রক্রিয়ায় শহীদনগরের কারখানায় তৈরি করা হচ্ছিল। এসব মদ এলাকায় বিক্রি করা হতো। বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার জানান, এ মদ কারখানা থেকে ৩০০ লিটার মদের সঙ্গে তৈরির কাঁচামালও উদ্ধার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close