reporterঅনলাইন ডেস্ক
  ১৪ নভেম্বর, ২০১৮

পাঁচ সামাজিক উদ্যোক্তার সহযোগিতায় ইউনিলিভার

বাংলাদেশের পাঁচটি সামাজিক উদ্যোগকে সহযোগিতা করবে ইউনিলিভার ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) -এর যৌথ উদ্যোগে গঠিত ট্রান্সফর্ম।

গতকাল মঙ্গলবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ইউনিলিভার বাংলাদেশ ও অনুদানপ্রাপ্ত পাঁচ উদ্যোক্তা ট্রান্সফর্ম, অংশীদারিত্বমূলক উদ্যোগ এবং পিরামিড কাঠামোর ভিত্তিতে বাংলাদেশে এর কার্যক্রম চালানোর কথা জানানো হয়।

বেসরকারিভাবে সৃজনশীল ও বাণিজ্যিক পরিসরে বৈশ্বিক উন্নয়নের চ্যালেঞ্জগুলো মোকাবেলার লক্ষ্যে ডিএফআইডি এবং ইউনিলিভার যৌথভাবে ২০১৫ সালে ট্রান্সফর্ম প্রতিষ্ঠা করে। ট্রান্সফর্ম আর্থিক ও ব্যবসায়িক সহায়তার মাধ্যমে স্বল্প আয়ের পরিবারের চাহিদা পূরণে বাজার ভিত্তিক সমাধানে কাজ করা সামাজিক উদ্যোগগুলোকে সহায়তা করে।

এখন পর্যন্ত ট্রান্সফর্ম বিশ্বের ১০টি দেশের ৩২টি প্রকল্পে অনুদান দিয়েছে। এর মাধ্যমে পাঁচ লাখের বেশি মানুষ উপকৃত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close