চট্টগ্রাম ব্যুরো

  ০৬ নভেম্বর, ২০১৮

ইংরেজি সাইনবোর্ডের বিরুদ্ধে চসিকের অভিযান অব্যাহত

ইংরেজি সাইনবোর্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নগরীর লাভলেইন থেকে কাজীর দেউড়ী মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশে অভিযান চালান চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাভলেইন থেকে কাজীর দেউড়ী মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদর্শিত ২৫টি ইংরেজি সাইনবোর্ড কালো রং দিয়ে মুছে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসব প্রতিষ্ঠানকে আগামী তিন দিনের মধ্যে বাংলাসহ সাইনবোর্ড স্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদের সহায়তা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close