চট্টগ্রাম ব্যুরো

  ১২ আগস্ট, ২০১৮

রাষ্ট্রপতির সঙ্গে চবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চ্যান্সেলর মো. আবদুল হামিদের সঙ্গে গত বুধবার বঙ্গভবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য রাষ্ট্রপতিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে সদয় অবহিত করেন। উপাচার্য এ বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা-গবেষণা এবং শিক্ষার মান উন্নয়নে তার গৃহীত কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বলেন, তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম মহাকালের মহানায়ক স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত বঙ্গবন্ধু চত্বর প্রতিষ্ঠা করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধু পরিবারের স্মৃতিকে চির অমøান করে রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গবন্ধু উদ্যান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, আধুনিক বাংলাদেশের রূপকার, মানবতার জননী, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা হল, শহীদ শেখ কামাল জিমনেসিয়াম, শহীদ শেখ জামাল শিশু পার্ক, শহীদ শেখ রাসেল শিশু পার্ক, শহীদ সুলতানা কামাল শিশু পার্ক, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘জয়বাংলা’ প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি উপাচার্যের উপস্থাপিত বক্তব্য অত্যন্ত আগ্রহ সহকাওে শোনেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে শীর্ষ স্থান অর্জন করায় সন্তোষ প্রকাশ করে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close