নিজস্ব প্রতিবেদক

  ১৪ জানুয়ারি, ২০১৮

শাহজালালে সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণসহ জাপানি নাগরিক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ কেনগো সিবাতা নামে এক জাপানি নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউস (ডিসিএইচ) কর্তৃপক্ষ। গত শুক্রবার দিবাগত রাত ১টায় তাকে আটক করা হয়। ডিসিএইচের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় সিঙ্গাপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামেন কেনগো সিবাতা। গ্রিন চ্যানেল আসার পর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সিবাতা স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে তাকে স্ক্যান করে এবং শরীরে তল্লাশি চালিয়ে ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি সোনার বারের ওজন এক কেজি। এর বাজারমূল্য প্রায় প্রায় পাঁচ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় আটক জাপানি নাগরিকের বিরুদ্ধে শুল্ক আইনে মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist