জাবি প্রতিনিধি

  ০৯ জানুয়ারি, ২০১৮

জাবিতে বিশ্ববিদ্যালয় দিবসে কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ১২ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮’ উদ্যাপনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল সোমবার রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ জানুয়ারি সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হবে। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করবেন। অন্য কর্মসূচির মধ্যে রয়েছেÑআনন্দ শোভাযাত্রা, ছাত্রকল্যাণ ও পরামর্শ কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাট্য, পিঠা মেলা ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান।

তবে এদিন অতিথি পাখির অবস্থান নির্বিঘœ করার জন্য আনন্দ শোভাযাত্রায় চৌরঙ্গী মোড় হতে শহীদ মিনার পর্যন্ত ড্রাম বাজানোয় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। উল্লেখ্য, ১৯৭১ সালের ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়। তবে ক্লাস শুরু হয় ওই বছরের ৪ জানুয়ারি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist